বাংলাবাজার ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ
দেশব্যাপী ১৪ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে আজ রোববার শিমুলিয়া থেকে বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ নেই। তবে, বাংলাবাজার থেকে ফেরিতে ঢাকামুখী যাত্রী ও যানবাহন আসছে। তবে, গতকালের চেয়ে সে সংখ্যা কম।
আজ সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, বাংলাবাজার থেকে ফেরিতে অনেক যাত্রী ও যানবাহন ঢাকায় ফিরছে।
তবে, শিমুলিয়া থেকে ঢাকার বাইরে যাচ্ছে অল্প সংখ্যক যাত্রী ও যানবাহন। ঢাকামুখী যাত্রীরা ঘাটে এসে উপস্থিত হচ্ছে। জরুরি ও বিধিনিষেধের আওতার বাইরেও যাত্রী ও যানবাহন পারাপার করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজা নৌরুটে বর্তমানে ছয়টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য যানবাহন কিংবা যাত্রীদের চাপ নেই। তবে, বাংলাবাজার থেকে যেসব ফেরি আসছে, তাতে যাত্রী এবং ছোট যানবাহনের চাপ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া লঞ্চঘাটের কর্মকর্তা মো. সোলেমান বলেন, ‘লকডাউনের নিয়ম অনুযায়ী আজ আর লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চঘাটে কোনো যাত্রী নেই। যারা নদী পার হচ্ছে, তারা ফেরি করেই পার হচ্ছে।’