বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজও লকডাউনে ঘরমুখো যাত্রীর চাপ
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীর বেশ চাপ রয়েছে। আজ সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। কঠোর লকডাউন বাস্তবায়নে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে বেরিকেড দিয়ে প্রশাসনের কঠোর তৎপরতার কারণে ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ গত কয়েকদিনের চেয়ে আজ কিছুটা কম।
এদিকে, যাত্রীর চাপ কম থাকায় ফেরিতে পণ্যবাহী ও জরুরি গাড়ি পারাপারে বিলম্ব হচ্ছে না। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকায় এ দিনও যাত্রীরা মোটরসাইকেল, থ্রি হুইলার, ইজিবাইকসহ বিভিন্ন হালকা যানবাহনে তিন-চার গুণ বেশি ভাড়া দিয়ে শিমুলিয়া ঘাটে আসে এবং ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দেয়। বাংলাবাজার ঘাটে এসেও যাত্রীরা আবার ভোগান্তিতে পড়েন।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট থেকে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে বরিশাল যেতে ৫০০ থেকে ৬০০ টাকা, গোপালগঞ্জ ৫০০ টাকা, খুলনা ৭০০ টাকা, মাদারীপুর ২০০ টাকা, বাগেরহাটে ৬৫০ টাকাসহ প্রতিটি যানবাহনেই কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে।
আজ ঘাট এলাকা বা ফেরিতে স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ দেখা যায়নি। এ রুটে এদিন ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।