বাকিতে সিগারেট না পেয়ে বাবা-ছেলেকে ছুরিকাঘাত, ছেলের মৃত্যু
বগুড়ায় সিগারেট বাকি না পেয়ে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের ঘটনায় আহত হৃদয় ওরফে রাকিবুল (২৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত হৃদয় বগুড়া শহরের কৈপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুনুর রশিদের কৈপাড়া বাজারে হৃদয় ভ্যারাইটি স্টোর নামে একটি দোকান আছে। বাবা ও ছেলে ব্যবসা পরিচালনা করেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে কৈপাড়া এলাকার রাব্বী, স্বাধীন ও আশিক নামের তিন যুবক হৃদয় ভ্যারাইটি স্টোর থেকে সিগারেট নিতে যান। সিগারেট নিয়ে টাকা পরে দিবে বলে ফিরে আসার সময় দোকান সংলগ্ন একটি গাছের সঙ্গে লাগানো তারাকাটায় স্বাধীনের শার্ট ছিড়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায় স্বাধীন ও তার সহযোগীরা মামুনুর রশিদকে ছুরিকাঘাত করে। এ সময় হৃদয় বাবাকে উদ্ধারে এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে হৃদয় মারা যান।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘ছুরিকাঘাতের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।’