বাগেরহাটের জিনের বাদশা র্যাবের হাতে গ্রেপ্তার
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট থেকে তথাকথিত জিনের বাদশা হানিফ ঢালীকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬-এর অধিনায়ক কর্নেল মো. মোশতাক আহমেদ।
মোশতাক আহমেদ জানান, তাদের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে বাগেরহাটের রামপালের সংঘবদ্ধ প্রতারক চক্র জিনের বাদশার সন্ধান পায়। যারা গভীর রাতে জিনের বাদশা ও পীর-দরবেশ সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়। র্যাব-৬-এর একটি চৌকশ আভিযানিক দল ওই গ্রুপটির প্রতারণামূলক কার্যক্রমের ওপর নজরদারি বৃদ্ধি করে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
র্যাব-৬-এর অধিনায়ক আরও জানান, এরই ধারাবাহিকতায় র্যাব-৬-এর আভিযানিক দলটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টায় বাগেরহাটের রামপাল থানাধীন ফয়লাহাট থেকে তথাকথিত জিনের বাদশা হানিফ ঢালীকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি রামপালের চাঁদপুর গ্রামে। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন উদ্ধার করে তা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হানিফ ঢালী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথাকথিত জিনের বাদশা ও পীর-দরবেশ সেজে প্রতারণা করে বিভিন্ন মানুষকে সর্বস্বান্ত করার বিষয়টি স্বীকার করেছেন। কীভাবে প্রতারণা করেন তিনি অভিনয় করে তা-ও দেখিয়েছেন। ভিকটিমসহ ভিকটিমের পরিবারের অন্য সদস্যদের ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে তারা বিভিন্ন সময় একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেন বলেও স্বীকার করেন।
র্যাব ৬-এর আভিযানিক দলটি এই প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে জানিয়ে অধিনায়ক বলেন, হানিফ ঢালীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।