বাগেরহাটে ইজিবাইক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৬
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার বৈলতলী এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে তিন জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, ফকিরহাটের নলধা মৌভোগের জগদিশ দত্তের ছেলে নয়ন দত্ত (২০), দিলীপ রাহার ছেলে উৎপল রাহা (৪২) ও রামপাল উপজেলার চাকশ্রী বাজারের অহিদুজ্জামানের ছেলে আব্দুল হাই (৫৫)। এ ছাড়া ইজিবাইক চালক নুর মোহাম্মদ (৬০) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি বাজারে পান বিক্রির পর ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় বৈলতলী নামক স্থানে পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকের ছয় আরোহী নিহত হন।
পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লাশগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।