বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালপাড়া এলকায় মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় উভয় ট্রাকের আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ‘মোল্লাহাট থেকে সিমেন্টবাহী একটি ট্রাক বাগেরহাটের কাটাখালী এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা খেজুরবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে খেজুরবাহী ট্রাকটির চালক ঘটনাস্থলেই নিহত হন।’
গোলাম সরোয়ার বলেন, ‘এ ঘটনায় দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’