বাগেরহাটে দুই মোটরসাইকেল ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পাইকপাড়া এলাকা থেকে ইজিবাইক চুরির সময় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার গভীর রাতে।
ছিনতাইকারীরা হলেন ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের ইমরান (২৫) ও আওয়াল (৩০)। পরে তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা হয়েছে।
ইজিবাইকচালক আব্দুল মতিন জানান, বাগেরহাট শহরতলীর খানজাহান আলী (র.) মাজার গেট থেকে রাতে পাঁচ যুবক সদর উপজেলার চুলকাঠি বাজারে একজনের কাছে পাওনা টাকা আদায় করতে যাবে বলে ইজিবাইক ভাড়া করে। তাদের আবার ওই মাজার গেটে নামিয়ে দেওয়ার চুক্তি হয়। ওই যুবকরা চালক মতিনকে নিয়ে কিছু সময় চুলকাঠি বাজারে অবস্থান করে। এর কিছুক্ষণ পর আবার মাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে রাখালগাছির পাইকপাড়া এলাকায় পৌঁছে তারা মতিনকে ইজিবাইক থামাতে বলে। এক পর্যায়ে মতিনকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই ওই রাস্তায় একটি মোটরসাইকেল আসে। ওই মোটরসাইকেল আরোহীকে মতিন ঘটনা খুলে বললে স্থানীয় লোকজন ও মোটরসাইকেল আরোহী ওই ছিনতাইকৃত ইজিবাইকের পেছনে ধাওয়া করে। তারা চুলকাঠির গড়ের মঠের কাছে এসে ছিনতাইকৃত ইজিবাইকের গতি রোধ করে। এ সময় তিন ছিনতাইকারী পালিয়ে যায়। সেখান থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে দুই ছিনতাইকারীকে এলাকাবাসী চুলকাঠি তদন্ত কেন্দ্র পুলিশের হাতে তুলে দেয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘দুই ছিনতাইকারীকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’