বাগেরহাটে লকার ভেঙে শতাধিক ভরি স্বর্ণালংকার চুরি
বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ড্রিমল্যান্ড মার্কেটের নিচতলায় রুপালি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দোকানের লকার ভেঙে শতাধিক ভরি স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিকের ছেলে শোভন দাস বলেন, ‘আজ মঙ্গলবার সকালে যখন বাবা বাজারে যাচ্ছে তখন বাড়ির মালিক নিচে নেমে দেখেন যে দোকানের সার্টার খোলা। তিনি বাবাকে বললে বাবা গিয়ে দেখে দোকানের ভেতরে সব তছনছ করা। তখন আমারে ফোন দিলে আমি আসি। এসে দেখি না কিছুই নাই।’
কত ভরি স্বর্ণ চুরি হয়েছে জানতে চাইলে শোভন বলেন, ‘সরকারি বৈধকরণ গেজেট অনুয়াযী তো ১০০ ভরি বৈধ করা রয়েছে। এ ছাড়া অনেকে অর্ডার দেয়, সারাই করতে দিয়ে যায়। এ ছাড়া কিছু কাস্টমারের জিনিস তো থাকেই। ’
নগদ টাকা কী পরিমাণ খোয়া গেছে জানতে চাইলে শোভন আরো বলেন, ‘সেটা সঠিক বলা যাচ্ছে না। ঘটনার পর আমরা কিছুই ধরতে পারিনি।’
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ আনুষঙ্গিক তদন্ত করে চোরদের ধরা সম্ভব হবে।’