বাঘাইর মাছ বিক্রি : প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা
মহাবিপন্ন বাঘাইর মাছ বিক্রির অপরাধে ঢাকার আদাবর এলাকার প্রিন্স বাজার সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দিকনির্দেশনায় র্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রের একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে আজ বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দিকনির্দেশনায় র্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল আজ বৃহস্পতিবার সকালে ঢাকার আদাবর এলাকার প্রিন্স বাজার সুপার শপ-এ অভিযান চালায়। এ সময় ১৭ কেজি ওজনের দুটি বাঘাইর মাছ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রিন্স বাজার লিমিটেড ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১’-এর পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ করেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহাবিপন্ন বাঘাইর মাছ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর তফসিল ২ অর্ন্তভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। বাংলাদেশের সমুদ্র ও স্থলভাগ বৈচিত্র্যময় বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল এবং বিচরণক্ষেত্র, যা দেশের জরুরি বাস্তুতান্ত্রিক সেবার জন্য অপরিহার্য। কিন্তু, বন্যপ্রাণী পাচার ও অবৈধ বাণিজ্যের কারণে বিশ্বব্যাপী এ মাছটি হুমকির সম্মুখীন।
বাঘাইর মাছ ক্রয় ও বিক্রয় দুটিই দণ্ডনীয় অপরাধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।