বাতিল হলো ‘অধিকার’-এর নিবন্ধন
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করা হয়েছে। রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে সংস্থাটির করা আবেদন নামঞ্জুর করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো সংস্থাটির নিবন্ধন নবায়ন আবেদন নিষ্পত্তি করে এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে নিয়োজিত হওয়াসহ বেশ কয়েকটি কারণে ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন পর্যবেক্ষক হিসেবেও সংস্থাটির নিবন্ধন বাতিল করা হয়। দীর্ঘদিন হাইকোর্টে সুরাহার অপেক্ষায় থাকার পর অবশেষে নিবন্ধন হারালো ‘অধিকার’।
২০১৫ সালের ২৫ মার্চ অধিকার-এর নিবন্ধনের মেয়াদ শেষ হয়। তারপর ১০ বছর মেয়াদ বাড়ানোর জন্য এনজিও বিষয়ক ব্যুরোর কাছে আবেদন করেছিল। নবায়নের সে আবেদন ঝুলে ছিল দীর্ঘদিন। এরপর বিষয়টির নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে আবেদন করে সংগঠনটি।