বাদাম তেলের দিকে নজর দিতে বললেন প্রধানমন্ত্রী
সয়াবিনসহ ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাম তেলের দিকে নজর দিতে বলেছেন। তিনি বলেছেন, আমাদের দেশে এক সময় বাদামের তেল হতো। একেবারে ছোট ছোট আকারে এলাকাভিত্তিক বাদাম দিয়ে তেল হতো। সেই তেল দিয়েই ভাঁজাপোড়া হতো। আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে।
আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে সূচনা বক্তব্যে এসব কথা বলেন দলের সভাপতি শেখ হাসিনা। বিকেল সাড়ে ৫টায় তাঁর সভাপতিত্বে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেনের যুদ্ধের পর পুরো ইউরোপের অর্থনৈতিক অবস্থা। এমনকি আমেরিকায়ও এর প্রভাব পড়ছে, ইংল্যান্ডে প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী এই প্রভাব পড়ছে। আমরা তো এর থেকে বাইরে না এখন। কারণ, আমাদের কিছু জিনিস তো নিজেদের উৎপাদন হয় না, বাইরে থেকে আনতে হয়।’
দেশে পেঁয়াজ ও তেল উৎপাদনের উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমরা অনেক পেঁয়াজ উৎপাদন করতে পারি। সেটা নিয়ে আর পেঁয়াজের কান্না আর কাঁদতে হবে না। এই রকম একটা অবস্থায় আমরা আনতে পেরেছি। এখন আছে ভোজ্যতেল। সেটাও আমি মনে করি, আমরা যদি উদ্যোগ নিই, আমরা ওটাও সমাধান করতে পারি। কারণ, আমাদের দেশে এক সময় বাদাম তেল হত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভালো শস্য হচ্ছে, তিল হচ্ছে। অন্যান্য যেগুলো তেল আমাদের ধানের কুড়া থেকে তুষ থেকে তেল হচ্ছে।’
এভাবে আরও তেল উৎপাদনে কোন কোন পদ্ধতি নেওয়া যেতে পারে সেটা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পদক্ষেপ নেওয়ার কথা বলেন শেখ হাসিনা।
বিশ্বব্যাপী যে সংকট দেখা দিয়েছে তা ব্যাপকভাবে বাড়তে পারে স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এর প্রভাব কিন্তু আমাদের ওপরও আসতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে, আমার মাটি আর মানুষ আছে, আমি তাই দিয়েই তো দেশ গড়ব। আমাদের সেই মাটিও আছে, মানুষও আছে। তাহলে আমরা পারব না কেন?’
প্রধানমন্ত্র বলেন, ‘আমরা কিন্তু একটু উদ্যোগ নিলেই পারি। সেটা আমরা করতে পারব। সেভাবেই আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে।’