বান্দরবানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
বান্দরবানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বুধবার (২২ মার্চ) দুপুরে বান্দরবান সদরের হিলবার্ড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নজির হোসেন রিপন (৪৩) ও থানচি উপজেলার কাইথাং খুমী (৬০)।
র্যাব জানায়, গতকাল বুধবার দুপুরে বান্দরবান সদরের হিলবার্ড মোড়ে র্যাব-১৫ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল দিয়ে কক্সবাজার, লোহাগাড়া থেকে মাদক এনে বান্দরবানে বিক্রি করত। গ্রেপ্তারকৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’