বান্দরবানে জঙ্গি ও পাহাড়ের সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
জঙ্গি ও পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে বান্দরবানে পাহাড়ের পাঁচটি জনগোষ্ঠীর প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার সকালে ১১টায় বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হল মিলনায়তনে ‘১২ জাতির ঐকতান সম্প্রীতির বান্দরবান’ নামে সমন্বিত জাতিগোষ্ঠী আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লুসাই জনগোষ্ঠীর প্রতিনিধি অধ্যাপক থানজামা লুসাই, ম্রো জনগোষ্ঠীর প্রতিনিধি লেখক গবেষক সিইয়ং ম্রো, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, খুমী জনগোষ্ঠীর প্রতিনিধি লেখক সিংইয়ং খুমী, গবেষক লেলুং খুমী, খেয়াং জনগোষ্ঠীর প্রতিনিধি ম্রাচা খেয়াং প্রমুখ।
সংবাদ সম্মেলনে প্রফেসর থানজামা লুসাই বলেন, ‘কেএনএফ ও ইসলামী জঙ্গি কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা আছে বলে অন্যান্য জাতিগোষ্ঠীকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে বান্দরবান জেলার ম্রো, লুসাই, খুমী, খেয়াং ও পাংখোয়া জাতিগোষ্ঠী জড়িত নেই। কিছু উগ্র নেশাগ্রস্ত যুবক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। আমরা বিষয়টি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, ‘এই সন্ত্রাসীগোষ্ঠী ম্রো জনগোষ্ঠীর একজন কৃষককে অপহরণ করে নিয়ে গেছে। এখনো তাকে ফেরত দেওয়া হয়নি। কেএনএফের সঙ্গে সাধারণ কোনো পাহাড়ি সম্পৃক্ত নেই। উল্টো সশস্ত্র সংগঠনের অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষরা। সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’