বান্ধবীর সঙ্গে নদীতে গোসলে নেমে প্রাণ গেল শিশুর
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনার শাখা নদীতে বান্ধবীর সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হিমা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
নিহত হিমা বগুড়া জেলার বাসিন্দা ও মাথাভাঙ্গা গ্রামের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের মেয়ে।
গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা রিফাত মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরের দিকে বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে যায় হিমা আক্তার। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে হিমাকে উদ্ধার করে। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমাকে মৃত্যু ঘোষণা করেন।