বাপ্পি লাহিড়ির মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাপ্পি লাহিড়ির মৃত্যুতে উপমহাদেশের সংগীত জগতে এক শূন্যতা সৃষ্টি হলো।
রাষ্ট্রপতি হামিদ লাহিড়ির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিসকো কিং খ্যাত উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি ভারতের মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাত্র ৬৯ বছরে থেমে গেছে তাঁর সুর।
মঙ্গলবার রাতে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাপ্পি লাহিড়ি। প্রয়াতের তত্ত্বাবধানে থাকা এক চিকিৎসক আজ বুধবার জানিয়েছেন, একাধিক শারীরিক জটিলতায় বাপ্পির মৃত্যু হয়েছে। বাপ্পির মৃত্যুর কারণ হিসেবে ডা. দীপক নামজোশি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ারের (ওএসএ) কথা উল্লেখ করেছেন।