বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আবু সায়েদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ভোলা জেলা দায়রা জজ আদালতের বিচারক।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ এ বি এম মাহমুদুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৈয়দ আশরাফ হোসেন লাবু আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের চর আনন্দপাট-০১ গ্রামের আবদুল মুনাফ সাজিকে তাঁর ছেলে আবু সায়েদ লোহার শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। এতে মুনাফ সাজির মাথার হাড় কেটে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তাঁকে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে ২৫ আগস্ট ভোররাত সাড়ে ৪টায় তাঁর মৃত্যু হয়।
বাড়িতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে নিহত মুনাফ সাজির বড় ছেলে আব্দুর রব বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।