বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছেলে
এসএসসি পরীক্ষার্থী উদয় শাহর বাবা শাহ আজহারুল হক আনোয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর কয়েক ঘণ্টা পরেই শোক চেপে চোখ মুছতে মুছতে পরীক্ষার হলে উপস্থিত হয় উদয়। নির্ধারিত পরীক্ষায় অংশ নেয় সে।
আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামে।
উদয় শাহর চাচা শাহ তরিকুল ইসলাম তপু জানান, উদয়ের বাবা শাহ আজহারুল হক আনোয়ার (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন। সে সময়ে উদয় শাহ ১০টায় শুরু হতে যাওয়া এসএসসির রসায়ন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। সে উপজেলার তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হিসেবে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাবার আকস্মিক মৃত্যুতে উদয় মানসিকভাবে ভেঙে পড়লেও সকাল ৯টার কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা হয়।
উদয় পরীক্ষা কেন্দ্র কটিয়াদী পাইলট গার্লস উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হলে সেখানকার শিক্ষকরা তাকে সমবেদনা জানান।
তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ কুমার সাহা জানান, পরীক্ষার্থী উদয়ের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি এবং নজর রেখেছি। চোখের পানি মুছতে মুছতে উদয়কে লিখতে দেখা গেছে।
শাহ তরিকুল ইসলাম তপু জানান, আজ আসরের পরে হযরত শাহ শামসুদ্দিন সুলতানুল বুখারী মাজার সংলগ্ন মাঠে উদয়ের বাবার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। উদয়ের বাবা অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার ছিলেন। তাঁর দুই ছেলের মধ্যে উদয় বড়।