বাম দলগুলো কখনও ডানে, কখনও বামে কাত হয়
দেশের বাম রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কাদের নিয়ে কাজ করব। বাম দলগুলো কখনও ডানে কাত হয়, কখনও বামে কাত হয়।’
প্রধানমন্ত্রী আজ বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়। আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এশিয়ার সবচেয়ে পুরাতন রাজনৈতিক দলগুলোর অন্যতম হলো আওয়ামী লীগ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠা হয় পেছনের দরজা দিয়ে৷ সেনাশাসন জারি করে ক্ষমতা দখল করে নেয়, বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাকের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় আসে জিয়াউর রহমান। তারেক রহমান সাজাপ্রাপ্ত পলাতক আসামি। লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। সেখান থেকে বসে নমিনেশন বাণিজ্য করছে। সে কীভাবে লন্ডনে নাগরিক হল? কত টাকা হলে নাগরিক হতে পারে সেটা আপনার খুঁজে বের করুন। একইভাবে জাতীয় পার্টিও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের জন্ম হয়নি। শুধু আওয়ামী লীগ পুরাতন দল। বিগত ৪১ বছর ধরে আমি নেতৃত্ব দিয়ে যাচ্ছি। কাদের সঙ্গে রাজনীতি করব? যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি ক্ষমতা আসে। আমরা কখনও যুদ্ধাপরাধী দলটির সঙ্গে একসাথ হইনি। আর, বাম দলগুলো একবার ডান দিকে কাত হয়, আবার বাম দিকে কাত হয়। এদের কাছ থেকে কী আশা করা যায়।’