বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান
আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। আজ বুধবার কাউন্সিলের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের অক্টোবর থেকে বিচারপতি মো. নুরুজ্জামান বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। বিচারপতি ওবায়দুল হাসান তাঁর স্থলাভিষিক্ত হলেন।
এর আগে গত বছরের ৪ আগস্ট আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে সরকার। এ কমিটির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। কমিটি ২০২২ সালের ৩১ মের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। নির্বাচিত কমিটি ১ জুলাই দায়িত্ব গ্রহণ করবে।
অ্যাডহক কমিটির চেয়ারম্যান করা হয় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে। কমিটির সদস্য হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, ঢাকা বার থেকে অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু, চট্টগ্রাম বার থেকে অ্যাডভোকেট মুজিবুল হক, সিলেট বার থেকে অ্যাডভোকেট এ এফ রুহুল আনাম চৌধুরী মিন্টু, ময়মনসিংহ বার থেকে অ্যাডভোকেট মো. কবির উদ্দিন ভূঞা, খুলনা বার থেকে অ্যাডভোকেট পারভেজ আলম খান, রাজশাহী বার থেকে মো. ইয়াহিয়া এবং সিরাজগঞ্জ বার থেকে অ্যাডভোকেট মো. আবদুর রহমান।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।