বাসাবোর খালে ডুবে যাওয়ার ২৩ ঘণ্টা পর মিলল যুবকের লাশ
রাজধানীর খিলগাঁওয়ে খালে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করে।
খিলগাঁওয়ের বাসাবো খালে ডুবে যাওয়ার জায়গা থেকে এক কিলোমিটার দূরে দক্ষিণ গোড়ান এলাকার ড্রেন থেকে মো. আবুলের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন।
আজ বুধবার সকালে এসআই ইলিয়াস এনটিভি অনলাইনকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খালে পড়ে নিখোঁজ হয়েছিলেন।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘বুধবার সকালে খালের পানিতে মো. আবুল নামে নিখোঁজ যুবকের লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে।’
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেছিলেন, ওই যুবক বোতল কুড়াতেন। তাকে কয়েকদিন খাল পাড়ের দিকে দেখেছে স্থানীয়রা। ২৫-৩০ বছরের মতো হবে।
যুবক যখন পানিতে তলিয়ে যাচ্ছিলেন, তখন ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেছিলেন। মানুষ এগিয়ে এসেছিল, কিন্তু অনেক পানি থাকায় কেউ নামেনি। খালটি ১০ থেকে ১৫ ফুট গভীর।