বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ‘আজ দুপুরে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে পাবনাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।