বাড়ছে শীত, দেশজুড়ে পড়তে পারে হালকা থেকে ঘন কুয়াশা
ধীরে ধীরে জেঁকে বসছে শীত। দেশের বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে তাপমাত্রা আট ডিগ্রিতে নেমে এসেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন হচ্ছে কুয়াশা, থাকছে সকাল অবধি। আবহাওয়া অফিস বলছে, দেশের বিস্তীর্ণ অংশ শুক্রবার দিনগত মধ্যরাত থেকে ১২ ঘণ্টা পর্যন্ত হালকা থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও আবহাওয়া কার্যালয় জানিয়েছে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।