বায়ুদূষণে আজও ঢাকা শীর্ষে
বায়ুদূষণে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর আজও শীর্ষে রয়েছে।
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
২৬৩ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকায় সবার শীর্ষে রয়েছে ঢাকা। খারাপ বায়ুর তালিকায় ঢাকার পরেই ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
আজ সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত শহরের ১০টিই এশিয়ার। ১৯০ স্কোর নিয়ে দিল্লির পরে রয়েছে চীনের উহান। ১৮২ স্কোর নিয়ে যৌথভাবে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই ও চীনের চেংডু। এরপরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে চীনের বেইজিং, পাকিস্তানের লাহোর, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়ন, ভারতের কলকাতা ও চীনের সেনইয়াং।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ছয়টি ক্যাটাগরিতে বিশ্বের ১০১টি শহরকে স্থান দেওয়া হয়েছে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১ এর বেশি হলে সেটিকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।