বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান লজ্জার : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি। দূষণরোধে প্রয়োজন জনগণের সচেতনতা।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্যভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, যা দৃশ্যমান। এখন আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নিতে হবে।’
কাদের বলেন, ‘ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য কাজ শেষ পর্যায়ে রয়েছে। মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন, তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের রাজনৈতিক কর্মসূচি প্রতিদিন আছে। নির্বাচন পর্যন্ত এসব কর্মসূচি চলমান থাকবে। আমাদের এই কর্মসূচি কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে।’
রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে কাদের বলেন, ‘রাষ্ট্রপতির বিষয়ে কিছু জানি না। আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজ সব কিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখ নির্বাচন। তার আগে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’