বিআরটিসির যাত্রী সেবার মান উন্নত করতে নির্দেশ ওবায়দুল কাদেরের
বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) এর লাভের ধারা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিআরটিসির প্রধান কার্যালয়ে আজ রোববার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।
সভায় উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু লাভের ধারা অব্যাহত রাখলেই হবে না, বিআরটিসির যাত্রী সেবার মানও উন্নত করতে হবে। বিআরটিসিকে আধুনিক পরিবহণে রূপান্তর করতে হবে। বিআরটিসির সকল বাস ও ট্রাকে ভেহিক্যাল ট্রাকিং সিস্টেম চালু করারও নির্দেশ দেন তিনি।
সভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।