বিআরটি করিডোর পরিদর্শনে কর্মকর্তারা
ঢাকা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদেরকে নিয়ে বিআরটি করিডোর পরিদর্শন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরার বলাকা কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করেন তারা। কোম্পানিটির ১৯তম পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্প এলাকা পরিদর্শন করছেন কর্মকর্তারা।
এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবং ঢাকা বিআরটি কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এম আমানুল্লাহ নুরী। তার সঙ্গে রয়েছেন সড়ক ও জনপদ অধিদপ্তর, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সেতু কর্তৃপক্ষ, বুয়েটের বিশেষজ্ঞ এবং গাজীপুর সিটি করপোরেশনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এয়ারপোর্ট ফ্লাইওভার, জসীমউদ্দিন ফ্লাইওভার, হাউজবিল্ডিং থেকে স্টেশন পর্যন্ত নির্মিত ফ্লাইওভার, টঙ্গীতে ফ্লাইওভার অংশে নির্মাণাধীন স্টেশন, সমতলে নির্মাণাধীন স্টেশন (তারাগাছ স্টেশন), বিআরটি করিডোরের নির্বাচিত সড়কের অংশ, গাজীপুর চৌরাস্তা স্টেশন ও ফ্লাইওভার পরিদর্শন, বিআরটি ডিপো পরিদর্শন (নলজানি, গাজীপুর) করবেন সংশ্লিষ্টরা। পরিদর্শন শেষে বিআরটি ডিপো বা টঙ্গী উড়াল সেতু এলাকায় ব্রিফিং করার কথা রয়েছে।