বিএনপিকে নির্বাচনে আনতে জোর করবে না আ.লীগ : ওবায়দুল কাদের
বিএনপি স্বেচ্ছায় আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না চাইলে তাতে আওয়ামী লীগ ‘জোর করবে না’ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ঘাটারচরে (কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে) ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আপনারা (বিএনপি না আসলে আমরা জোর করে আনতে যাব না। তবে, নির্বাচন করতে দেবেন না—এখানে খবর আছে। হতে দেবেন না? কীভাবে হতে দেবেন না? কতো ধানে কতো চাল আমরা দেখিয়ে দেব।’
ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘মনে রাখবেন ২০২৩ আর ২০০১ এক নয়। তত্ত্বাবধায়ক সরকার অস্বাভাবিক সরকার। এই সরকার শপথ নেওয়ার পর পর কোনো নিয়মের তোয়াক্কা না করে ১৩ জন সচিবকে বরখাস্ত করে। এই সরকার বাংলার মানুষ চায় না।’
আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয় উল্লেখ করে ওবায়দুল কাদের কর্মীদের উদ্দেশে বলেন, ‘এখানে হরেক রঙের গেঞ্জি (স্থানীয় নেতাদের ছবিসহ) দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তাকেই সবাই মানবেন।’
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।