বিএনপিনেতা রিজভীকে গ্রেপ্তারে পরোয়ানা
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আজ বুধবার এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এ তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু, রুহুল কবির রিজভীসহ তিন জন আদালতে না আসায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
পিপি আরও বলেন, দুই মামলায় মোট আসামি আট জন। এর মধ্যে চার জন জামিনে। তাঁরা হলেন—আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম।
এ ছাড়া রুহুল কবির রিজভী, শাহিন, দেলোয়ার ও রানা হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
নথি থেকে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানায় আট জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। মামলাগুলো অভিযোগপত্র আদালতে এলে মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে। এর পরে বিচারক সে মামলা দুটির অভিযোগপত্র আজ গ্রহণ করেন।