বিএনপির আন্দোলনে আ.লীগ ঘরে বসে থাকবে না : কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের যে হুমকি দিচ্ছে, সেসব আন্দোলন যদি তারা অস্ত্র, সন্ত্রাস ও তাণ্ডবের মাধ্যমে করতে চায়, তা হলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলার নওদাপাড়ায় লিচুবাগান পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের সামনে এ হুঁশিয়ারি দেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘২০২৩ সালে জাতীয় নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিএনপিসহ ছোট ছোট দল আন্দোলনের হুমকি দিচ্ছে। সংগ্রামের হুমকি দিচ্ছে। তারা বলে, আগামী ঈদের পরে (আন্দোলন) করবে; পরে বলবে পূজার পরে করবে। তারপরে বলবে, শীত বসন্ত আসছে, শীতের পরে করবে। এগুলো আমরা মোকাবিলা করেছি। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার মতো শক্তি আওয়ামী লীগের রয়েছে।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রশাসনের ওপর নির্ভরশীল নই। তবে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের জীবন-মালামালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের দায়িত্ব রয়েছে। একটি সাংবিধানিক বৈধ সরকার, এ সরকার থাকা অবস্থায় এটি আমাদের নৈতিক দায়িত্ব সব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। সেটি আমরা দেব।’
মন্ত্রী বলেন, ‘তারা কোনো আন্দোলন যদি অস্ত্রের মাধ্যমে কেউ করতে চায়, সন্ত্রাসের মাধ্যমে করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা সেটি রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ। আর এ জন্য আন্তর্জাতিক বাজারেও যেতে হবে। যাতে উন্নতমানের কৃষিপণ্য উৎপাদন করে নিরাপদ হিসেবে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা উদ্যোগ গ্রহণ করব।’
কৃষিমন্ত্রী এরপর বিএসআরআই প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশে অন্যদের মধ্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসসহ অনেকে বক্তব্য দেন।