বিএনপির আন্দোলন টিভির পর্দায়, মাঝেমধ্যে মিটিং করে : স্বাস্থ্যমন্ত্রী
বিএনপিনেতারা তো সারা বছরই আন্দোলন করে টেলিভিশনের পর্দায়, ঘরে বসে আর মাঝেমধ্যে মিটিং করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে চরতিল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, পাকা রাস্তা ও সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজ শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন আবার তারা বলছে ঈদের পরে নাকি আন্দোলনে নামবে। তারা যে আন্দোলন করবে আওয়ামী লীগ এই আন্দোলনকে ভয় পায় না। কারণ দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। সারা জীবন আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে। আন্দোলন সংগ্রাম করেই এখন পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাজেই বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকারের কিছু যায়-আসে না।’
মন্ত্রী আরও বলেন, করোনায় যেখানে আমেরিকাতে প্রতি ১০ লাখে আড়াই হাজার লোক মারা গেছে, ভারতে প্রতি ১০ লাখে ৩৭৭ লোক মারা গেছে। ইংল্যান্ড, ইউরোপে প্রতি ১০ লাখে মারা গেছে তিন হাজার। সেখানে বাংলাদেশে প্রতি ১০ লাখে ১৭০ জন মারা গেছে। আমরা চেষ্টা করেছি যাতে কেউ মারা না যায়। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী সঠিক দিকনির্দেশনা দিয়ে আমাদের পরিচালনা করার কারণে। এভাবেই প্রতিটি ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশ এগিয়ে যাচ্ছে।’
এ সময় তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. রমজান আলী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, আওয়ামী লীগের সদর উপজেলা সভাপতি মো. ইসরাফিল হোসেন প্রমুখ।