বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি মাঠে নেমেছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী শক্তি মাঠে নেমেছে। এদেরকে পরাজিত করতে হবে। দুর্নীতিবাজদের কাছে সোনার দেশের ক্ষমতার মঞ্চ ফিরিয়ে দিব, এটা হতে পারে না, হতে দিব না।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে কাদের এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষের কাছে অবশ্যই আমাদের অঙ্গীকার আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতেই হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের আদর্শ রাষ্ট্র গড়তে হবে। আইডিয়াল স্টেট গড়তে হবে। মুক্তির কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। সেটাই আমাদের শপথ।’
‘বাংলাদেশে দুজন মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেছেন। একজনকে রাজনৈতিক স্বাধীনতার জন্য আর আরেকজনকে আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন। দিস ল্যাগাসি নেভার ডাই। শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করছেন। বাংলাদেশেকে উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন সারা বিশ্বের বিস্ময়। আমাদের রিজার্ভ স্ট্যাবল আছে। মূল্যস্ফীতি ৮ এর নিচে আছে। আমরা গর্ব করে বলতে পারি যে উন্নয়ন অভিযাত্রা শুরু হয়েছে। আমরা আরও এগিয়ে যাব। মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। বাংলাদেশে এখন পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। ২০২৬ সালে ৪ হাজার ডলারে উন্নীত হবে।
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা বাংলার সহস্র জননীর বুক খালি করেছে। যারা বাংলার শত শত মায়ের বুক খালি করেছে। বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত পুরস্কৃত করেছে, কুখ্যাত ইনডেমনিটি জারি করেছিল। যারা গগণতন্ত্রকে ধ্বংস করেছে, জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। এই বাংলায় শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আমরা তাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি না। তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারি না।
বিএনপি সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা এদেশে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল। যারা এ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারেক রহমান অর্থপাচারের কারণে ৭ বছরের দণ্ড নিয়ে ব্রিটেনে অবস্থান করছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে।’
দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘গেট রেডি। প্রস্তুত হোন। সামনে নির্বাচন। ইনশাআল্লাহ, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে এগিয়ে যাব। বিজয়ের সোনালী বন্দরে নৌকার বিজয়ের অভিযাত্রা শেষ করবো।’