বিএনপি’র বিক্ষোভে হামলার অভিযোগ
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘বরিশাল, খুলনা, নারায়ণগঞ্জসহ আরও কয়েকটি মহানগরে শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রচণ্ড বাধা ও হামলা চালানো হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনজীবী আলী হায়দার বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।’
রিজভী আরও বলেন, ‘বর্তমান সরকার বহুদলের অংশগ্রহণসহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয়ভাবে নির্মূল করতে চায়। আওয়ামী সরকার অনাচার, ব্যর্থতার ওপর ভর করেই দুঃশাসন বজায় রাখতে চায়, যেন গণতান্ত্রিক শক্তির উন্মেষ না ঘটে।’
বিএনপির এ নেতা বলেন, ‘জনগণের রাগ, ক্ষোভ ও ক্রোধকে স্বৈরতন্ত্রের হুমকি ও আক্রমণে আটকে রাখা যাবে না। সরকারের পতনের সকল উপাদান স্পষ্ট হয়ে উঠেছে। গুম-অপহরণ ও লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় দুঃশাসনের ছায়া আর প্রলম্বিত হবে না। গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে জনগণের অভিযাত্রা ধেয়ে আসবে। জনগণের বিজয় অত্যাসন্ন।’
এ সময় তিনি কর্মসূচিতে বাধা, হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে আলী হায়দার বাবুলসহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে আগামীকাল শুক্রবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।