বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির মুখে গণতন্ত্র কিংবা দুর্নীতির কথা শোভা পায় না, ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করাসহ হাওয়া ভবন বানিয়ে সব রকম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল।’ আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে এ কথা বলেন মাহাবুব উল আলম হানিফ।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘নির্বাচন অবাধ-সুষ্ঠু হচ্ছে, সব দলের প্রার্থীরা অবাধে প্রচারণায় অংশ নিচ্ছে। কেউ কোনো বাধা দেওয়ার অভিযোগ করেনি। যখন নির্বাচনি ফলাফল নিজেদের পক্ষে আসে না, তখন বিএনপি নানান ধরনের মিথ্যাচার করে। মির্জা ফখরুলরা বারবার গণতন্ত্রের কথা বলেন, উনার কাছ থেকে আসলে গণতন্ত্রের সংজ্ঞা জানতে হবে।’
উল্টো প্রশ্ন করে হানিফ বলেন, ‘গণতন্ত্রই যদি না থাকে তবে তিনি প্রতিদিন কীভাবে সভা-সমাবেশ করেন, সরকারের বিরুদ্ধে কথা বলেন। আসলে তাদের প্রত্যেকটা কথাবার্তা পরস্পরবিরোধী। সত্য না বলে কাল্পনিক কথাবার্তা বলেন তারা।’