বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দেবে না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে। তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দেবে না।’
আজ বৃহস্পতিবার সেতুমন্ত্রী তাঁর বাসভবনে ব্রিফিংয়ের সময় একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয়, তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে।’
‘বিএনপি মহাসচিব আবারও আন্দোলন আন্দোলন খেলা শুরু করেছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেই তো সহিংসতা আর সন্ত্রাস এবং জনগণের সম্পদ নষ্ট ও নিজেদের মধ্যে মারামারি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেপ্তার, হয়রানি করা হয়েছে, তা বলুন।’
অপরাধী, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না, আর বিএনপি সমর্থিত কোন অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে অভিযোগ কেন?’