বিএনপির সঙ্গে সংলাপের সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের
বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন যে সংকট হচ্ছে সেটা আসলে বৈশ্বিক সংকট। এটা বাংলাদেশেরও সংকট। এই সংকট আরও বাড়বে কি না সেটা এখনই বলা যাচ্ছে না। বিএনপি যদি চা খেতে আসে, তাহলে তাদেরকে চা খাওয়াতে কোনো সমস্যা নাই। কিন্তু বিএনপির সাথে আনুষ্ঠানিক সংলাপে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটা প্রধানমন্ত্রীর ব্যাপার।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের সংলাপে যাওয়া বিএনপির রাজনৈতিক অধিকার। সেটা না যাওয়ায় তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন। পরিবহণ ভাড়া বাড়বে কি না তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।