বিএনপির ২৪ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচি পেছাচ্ছে
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপির পূর্বঘোষিত ২৪ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচি ঢাকায় পেছানো হয়েছে। যদিও কর্মসূচি পেছানোর কারণ জানা না গেলেও সেদিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। তাই রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে গণমিছিলের কর্মসূচি পেছানো হয়েছে বলে একাধিক সূত্র এনটিভি অনলাইনকে জানিয়েছে।
অপরদিকে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়—ঢাকায় এ কর্মসূচি পালনের দিন-তারিখ নিয়ে গণতন্ত্র মঞ্চ এবং সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গণতন্ত্র মঞ্চ ও বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছেন, ‘যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করব, তাদের পরামর্শেই তারিখ পরিবর্তনের ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে। আগামী দুই একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আন্দোলনের সূচনা করতে যাচ্ছি। তাই সমমনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’
এ ব্যাপারে বাম গণতান্ত্রিক জোটের সাধারণ সম্পাদক সাইফুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘কর্মসূচি ঘোষণার আগে কর্মসূচি নিয়ে আলোচনা হলেও তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল। রাজনৈতিক সৌজন্যতা থেকে ওই দিন ঢাকায় কর্মসূচি হবে না, এটা নিশ্চিত বলা যায়। বিএনপিও চিন্তা-ভাবনা করছে, আমরা আলোচনা করে ঢাকায় দিনক্ষণ ঠিক করব।’
আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যুগপৎ আন্দোলনের সূচনা হতে পারে বলে জানা গেছে।
গত শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলোকে নিয়ে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দেয় বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল।
পরে বিএনপির গণমিছিলের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। দুই মাস আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলেন। সেটি জানার পরও বিএনপি গণমিছিল কর্মসূচি দিয়ে দেশে গণ্ডগোল বাধানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের সম্মেলনের তারিখ জেনেও বিএনপি গণমিছিলের আয়োজন করে আমাদের উসকানি দিচ্ছে।’