বিএনপিসহ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীসহ তিন প্রার্থী জামানত হারিয়েছেন। প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা, জাতীয় পার্টির চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবু বকর সিদ্দিক।
পাবনা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ জামানত হারনোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নির্বাচেন অংশগ্রহণকারী মেয়র পদপ্রার্থীদের সংগৃহীত ভোটের শতকরা আট ভাগের এক ভাগ না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। সে ক্ষেত্রে জামানত রাখতে কমপক্ষে আট হাজার ১৫৬ ভোট পেতে হবে। এ পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনজনই জামানত হারিয়েছেন।’
৩০ জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫ ওয়ার্ডের ৩৯টি কেন্দ্রের ভোটার ছিলেন এক লাখ ১২ হাজার ২৪৪ জন। এর মধ্যে ৬৫ হাজার ২৫৫ জন ভোট দেন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। মাত্র ১২২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন শরীফ উদ্দিন প্রধান।
এদিকে, জামানত হারানো বিএনপির প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন সাত হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবু বকর সিদ্দিক পেয়েছেন এক হাজার ৬৫৯ ভোট।