বিএনপি আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে : সেতুমন্ত্রী
‘আমরা বাধা দিতে চাই না। আগামী ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ করুক শান্তিপূর্ণ পরিবেশে। তবে আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে। আগুন নিয়ে খেলা করলে আমাদের নেতাকর্মীরা কি ললিপপ চুষবে? আমরাও প্রস্তুত আছি’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বড় লোকের বাসার সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, ঠিক তেমনি বাংলার জনগণকে বলি তারেক রহমান থেকে সাবধান। তারেক একজন খুনি, সে সুইচ ব্যাংকে কোটি কোটি টাকা মজুদ করেছে। শেখ হাসিনা জানেন স্বল্প আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। বিশ্বের সংকট, আমরাও বিপদে আছি। তাদের সংকট, শাস্তি হচ্ছে আমাদের গরিব মানুষের। নিষেধাজ্ঞার যুদ্ধ বড় বড়রা করে, আর আমাদের গরিব মানুষের প্রাণ যায়।’
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন প্রমুখ।
পরে অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহকে জেলা আওয়ামী লীগের সভাপতি, ফারুক আহাম্মেদ চৌধুরীকে সহসভাপতি ও বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, সাড়ে সাত বছর পর আজ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২০১৫ সালের ২০ মে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।