বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করে না : আইনমন্ত্রী
‘আমাদের যে প্রতিপক্ষ বিএনপি-জামায়াত, তারা কিন্তু বাংলাদেশে বিশ্বাস করে না’ মন্তব্য করে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘হত্যা ও মিথ্যা দিয়ে দল তৈরি করে বিএনপি রাজনীতি করে যাচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়ার বসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে আজ শুক্রবার (১০ মার্চ) বিকেলে আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের যে প্রতিপক্ষ বিএনপি-জামায়াত তারা কিন্তু বাংলাদেশে বিশ্বাস করে না। তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে মিথ্যার রাজনীতি। হত্যা ও মিথ্যা দিয়েই তারা দল তৈরি করে রাজনীতি করে যাচ্ছে। ২০১৪ সালে নির্বাচনে তাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অগ্নিসন্ত্রাস করেছিল। সহিংসতা তারা সব সময় করে যাচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘জিয়াউর রহমান, এরশাদের শাসনামলে দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি ও মিসকিনের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে দেশ আজ উন্নয়নের রোল মডেল।’
এ সময় আইনমন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
কসবা পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।