বিএনপি দুঃসময়েও নেই, সুসময়েও নেই : স্বাস্থ্যমন্ত্রী
বিএনপি মানুষের দুঃসময়েও নেই, সুসময়েও নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। গতকাল শনিবার (১৮ মার্চ) বিকেলে মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী। আটিগ্রামে গাজীখালী নদীর ওপর ৭০ মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও সেখানকার একটি উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন জাহিদ মালেক।
অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সময় বিএনপি-জামায়াতকে পাশে পেয়েছিলেন? তারা সাহায্য করেনি। তারা মানুষের দুঃসময়েও নেই, এমনকি সুসময়েও নেই। তারা শুধু পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তাদের কাজ শুধু ক্ষমতায় যাওয়া আর লুটপাট করা।’
বিএনপির হাত রক্তে রঞ্জিত জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘যারা নিজেরাই দেশে থাকতে পারে না, যাদের হাত রক্তে রঞ্জিত তারা আজ হুমকি দেয়, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার। লন্ডনে গিয়ে আশ্রয় নেওয়ারাও এ কথা বলে। দেশের স্বাধীনতা এনে দেওয়াদের তাড়ানো এতো সহজ নয়। আওয়ামী লীগ অতোটা ভঙ্গুর ও দুর্বল সংগঠন নয়। যারা সমুদ্রে বাস করে তাদেরকে পানির ভয় দেখিয়ে লাভ নেই।’
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। আমরা পেছনের দরজা দিয়ে তাদের ক্ষমতায় আসতে দিব না। আওয়ামী লীগ আসতে দিবে না। যারা এই দেশের স্বাধীনতা চায়নি, যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত নিয়েছে, তারা আবার ক্ষমতায় আসতে চায়। যারা এই দেশকে চায়নি তারা কীভাবে ক্ষমতায় আসতে পারে?’