বিএনপি নির্বাচনে না গেলে আ.লীগই অস্তিত্ব সংকটে পড়বে : মির্জা আব্বাস
বিএনপি নির্বাচনে না গেলে অস্তিত্ব সংকটে পড়বে বলে আওয়ামী লীগের মন্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচনে না গেলে আওয়ামী লীগই অস্তিত্ব সংকট পড়বে। তিনি বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’
আজ শনিবার (৪ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার উদ্যোগে পদযাত্রার আগে এক সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের পদযাত্রায় কোনো অশান্তি হবে না। বিএনপি শান্তির দল, আমরা শান্তি বজায় রাখব। এই সরকার টাকা পাচার করছে, দুর্নীতি করেছে, নানাভাবে অশান্তি সৃষ্টি করেছে। আজকে বাংলাদেশে সব কিছুর দাম বেড়েছে। যখন আমরা কোনো দাবি তুলি, তখন সরকারের পক্ষ থেকে বন্দুকের গুলি বের হয়।’
মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমরাও চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কিন্তু এই আওয়ামী লীগের কাটাছেঁড়া করা সংবিধান দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি।’
আব্বাস আরও বলেন, ‘তারা (আ.লীগ) বলে—বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে, বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকট পড়বে। জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপি ধংস করতে পারেনি, ওয়ান ইলেভেনের সময় বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হয়নি। বিএনপি অস্তিত্ব সংকটে কোনদিনই ছিল না, কোনদিন পড়বেও না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আসলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’
মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের লেজ ধরে আওয়ামী লীগ বলেছিল—ভোটচোরের অধীনে নির্বাচন যাব না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। এবার আমরাও বলছি—তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাব না।’