বিএফইউজের নবনির্বাচিত কোষাধ্যক্ষকে পাবনায় সংবর্ধনা
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজের) কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় পাবনার কৃতি সন্তান খায়রুজ্জামান কামালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাতে পাবনায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শুরুতেই কামালকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃথা পাভেল। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার আনোয়ার উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, প্রেসক্লাবের সহসম্পাদক তপু আহমেদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমুখ।