বিকল ট্রাক দেখে থামল ট্রেন, দুর্ঘটনা থেকে রক্ষা
গাজীপুরে রেললাইনের ওপর বালু ভর্তি ট্রাক ও বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিল। আজ রোববার বিকেলে মহানগরীর সামন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলস্টেশনের মাস্টার রেজাউল করিম ও পুলিশ সদস্যরা জানান, আজ বিকেল সোয়া ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর রেলস্টেশনের দক্ষিণে সামন্তপুর এলাকায় অননুমোদিত ক্রসিং পয়েন্ট দিয়ে বালু ভর্তি একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হওয়ার সময় লাইনের ওপর বিকল হয়ে যায়। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সামন্তপুরে পৌঁছালে চালক দুর্ঘটনা এড়াতে হঠাৎ ব্রেক করে ট্রেনটি থামিয়ে দেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে হঠাৎ ব্রেক করে থামিয়ে দেওয়ায় ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে পড়ে।
এ ঘটনায় ওই রুটে ময়মনসিংহ, রংপুর, রাজশাহীসহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ রেকার দিয়ে ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নেয়। বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সচল না হওয়ায় ঢাকা থেকে অপর একটি ইঞ্জিন এনে ওই ট্রেনটিকে সরিয়ে নিলে প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।