বিগত দিনে যারা আগুন সন্ত্রাস করেছে, তারাই অপপ্রচার চালাচ্ছে : আমীর খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে আগুন সন্ত্রাস যারা করেছে, তারাই অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে। বিএনপি ভদ্রলোকের দল। বিএনপি লগি-বৈঠা চেনে না, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যা বোঝে না। এই দল হামলা-মামলা, দমন-নিপীড়ন করে গণতান্ত্রিক আন্দোলন দমনের পথ বেছে নেয় না।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
আমীর খসরু বলেন, ‘কারা আগুন সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, গুম করে, এর সঙ্গে কারা জড়িত, এদের প্রতিটি ডকুমেন্ট আমাদের হাতে আছে। অপেক্ষা করছি, যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, তখন ওই আগুন সন্ত্রাসীদের বিচার হবে। বিচারের মুখোমুখি করা হবে তাদেরকেই, যারা হত্যা, গুম ও খুনের সঙ্গে জড়িত।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমি সাধারণত শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদের বিএনপিকে নিয়ে দেওয়া বক্তব্যের কোনো উত্তর দিতে চাই না। কারণ, তাদের কথাবার্তার মধ্যে ঢুকলে আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। ওরা এটাই চায়।’
আমীর খসরু বলেন, ‘বিএনপিসহ দেশের জনগণকে বলব, জাস্ট মার্চ অন। নির্ভয়ে সামনে এগিয়ে যান। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।’
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।