বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষাবৃত্তি প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের (বিনামূল্যে স্বাস্থ্যসেবা) আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে গতকাল শুক্রবার দিনব্যাপী ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া রোগীদের বিনামূল্যে ডায়াবেটিক ও ব্লাডপ্রেসার চেকআপ ফ্রি করা হয় এবং বারাকাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনটি হাসপাতালের জনশক্তির সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শুক্রবার অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ আবদুর রউফ এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার মোজাফ্ফর হোসেন খান মজলিস, সহকারী জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ, সহকারী ব্যববস্থাপক (বিপণন ও মিডিয়া) এইচএম দুলাল প্রমুখ।
মেডিকেল ক্যাম্পের হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বারে বিনামূল্যে রোগী দেখেন। এ ছাড়া বিশেষ প্যাকেজ পাঁচটি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন ও হোল অ্যাবডোমেন আল্টাসনোগ্রাম) এক হাজার ২০০ টাকায় করা হয়। প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় (সিটি স্ক্যানসহ) দেওয়া হয়। ডেন্টাল চেকআপ ফ্রি করা হয় এবং দাঁতের অন্য চিকিৎসায় ৫০ শাতংশ ছাড় (ম্যাটেরিয়ালস ছাড়া) দেওয়া হয়।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষজ্ঞ সার্জনরা পাঁচটি হতদরিদ্র পরিবারের শিশুর ফ্রি সুন্নাতে খৎনা করবেন। অন্যান্যদের জন্য পাঁচ হাজার টাকায় সুন্নাতে খৎনা করানো হবে (মেডিসিন ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া)। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৩৫০ জন সাধারণ মানুষ ও রোগীরা মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সেবা দেন—মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শেখ আব্দুল ফাত্তাহ, মেডিসিন, চর্ম-যৌন এলার্জি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম, লিভার, পরিপাকতন্ত্র ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মাদ আরিফ, ডা. খাদিজা বেগম, ইউরোলজি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন শেখ, ডা. মুন্সি আকিদ মোস্তফা, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হরিদাস সাহা (প্রতাপ), ডা. নাসিম-ই-তাসনিম, গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. নুর ওয়া বুশরা জাহান, অর্থোপেডিক বিশেষজ্ঞ আফরিনা জাহানসহ আরও অনেকে।
বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ আবদুর রউফ বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যের সেবার আওতায় আনার সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্যসেবার মতো আমাদের জনশক্তির সন্তানদের জীবন মান উন্নয়নের জন্য বারাকাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করে।’
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকি। এবারও মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পের আয়োজন করেছি।’