বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল বাতেন (৭০) নামে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। মৃত আব্দুল বাতেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসামি হিসেবে বন্দি ছিলেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।
মো. বাচ্চু মিয়া জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানা গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মৃত ইদ্রিস আলী। তবে তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।