বিদায়ী চেয়ারম্যানরা হলেন জেলা পরিষদের প্রশাসক
সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠনের আগ পর্যন্ত এ দায়িত্ব চালিয়ে যাবেন।
আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জেলা পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যানদের নিজ নিজ জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।’
এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।