বিদেশিদের মুখ বন্ধ রাখতে পারবেন না : রিজভী
সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনারা অত্যাচার করে, ভয় দেখিয়ে, বিরোধী দল ও মতকে বন্ধ করতে পারেন। কিন্তু, আমেরিকা, জার্মানি, ব্রিটেনের মুখ বন্ধ করবেন কীভাবে? তারা কি দেখে না? তারা সবই দেখছে। র্যাবের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা কি অযৌক্তিক? তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিএনপির ইলিয়াস আলী, চৌধুরী আলম, জনি, সুমনসহ অসংখ্য নেতাকর্মীকে কালো মাইক্রোবাস দিয়ে তুলে নিয়ে গেছেন। এগুলো কি আশপাশের মানুষ দেখে না? দেশের মানুষকে রক্তচক্ষু দেখাতে পারেন, কিন্তু বিদেশিদের পারবেন না।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশাররফ হোসেনের সুস্থতা কামনা করে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘দেশবাসী আজ দুঃসময়ের মধ্যে দিন যাপন করছে। যারা গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করছে, তারা কেউ ভালো নেই। আজ বিশ্ব মহামারির চেয়ে জাতীয় মহামারিতে বেশি আক্রান্ত দেশ। পুরো দেশ আজ অত্যাচার অনাচারে আক্রান্ত। জাতি আজ ভীতিকর অবস্থায় রয়েছে।’
রিজভী আরও বলেন, ‘বিরোধীদল আজ প্রতিবাদ করলে, কর্মসূচি দিলে, গুম হতে হয়। বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। রেহাই পান না মিডিয়াকর্মীরাও। তাঁদেরও বন্দি করা হচ্ছে, গুম করা হচ্ছে মরদেহ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বললেন, আমেরিকায় প্রতিবছর ছয় লাখ লোক গুম হয়। আপনার তথ্য দেখলে মনে হয়—আপনি প্রাইমারিও পাস করেননি। দুদিন পর পররাষ্ট্রমন্ত্রী আবার বললেন, আমেরিকায় প্রতিবছর এক লাখ মানুষ গুম হয়। প্রধানমন্ত্রীর কাছে নিজের পদ টিকিয়ে রাখতে মন্ত্রীরা একের পর মিথ্যা বলে যাচ্ছে, ভিত্তিহীন তথ্য দিচ্ছেন।’
আসজাদুল আরিশ ডলের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিম আহমেদ নশু, কেন্দ্রীয় সদস্য হায়দার আলী লেলিন, শফিকুর রহমান মিঠু প্রমুখ।