বিদেশি পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক
খুলনা মহানগরীর লবণচলা থেকে বিদেশি পিস্তল কেনা-বেচার সময় দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে বলে দাবি করেছে র্যাব। আজ রোববার (৫ মার্চ) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) স্পেশাল কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল তাঁদের আটক করে।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে—মহানগরীর লবণচরা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও চোরাচালানের উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি দুপুরে নগরীর লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো. শাহ আলম শেখ (৪৮) ও শরিফুল সরদারকে (৪৯) আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে দুজনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে জব্দ করা হয়।
জব্দ করা আলামত ও আটক দুজনকে লবণচরা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।