বিদেশি পিস্তল, হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামুনিউশন, হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার ভোররাতে সদর উপজেলার দিগপাইত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর র্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ ভোররাত ৪টার দিকে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর সদর উপজেলার দিগপাইত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অস্ত্র ও মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মো. মিলন সরকারকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড অ্যামুনিউশন, পাঁচ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোনসেট সিমসহ জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও হত্যা মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে অস্ত্র, মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। পরে আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়।